২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি | xiclassadmission.gov.bd
2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম অনলাইন আবেদন আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি ও সর্বনিন্ম ৫টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি ১৫০ টাকা। ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন।
অনলাইনে আবেদন করতে হলে প্রথমেই আপনাকে মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ, উপায়, টেলিটক, সোনালী সেবা) যে কোন একটি মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তারপর অনলাইনে (http://xiclassadmission.gov.bd) এই লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।
📌আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচিঃ
👉২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে:-
👉ভর্তির অন-লাইনে আবেদন গ্রহণ :- ০৮/০১/২০২২ থেকে ১৫/০১/২০২২
👉১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ২৯/০১/২০২২ (রাত ৮-০০ )
👉শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ৩০/০১/২০২২ থেকে ০৬/০২/২০২২
👉২য় পর্যায়ের আবেদন গ্রহন ০৭/০২/২০২২ থেকে ০৮/০২/২০২২ (রাত ৮-০০ পর্যন্ত)
👉পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ ১০/০২/২০২২ (রাত ৮-০০ টায়)
👉২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১০/০২/২০২২ (রাত ৮-০০ টার পর)
👉২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ১১/০২/২০২২ থেকে ১২/০২/২০২২ (রাত ৮টা পর্যন্ত)
👉৩য় পর্যায়ের আবেদন গ্রহন:- ১৩/০২/২০২২
👉পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ ১৫/০২/২০২২ (রাত ৮-০০ টার পর)
👉৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১৫/০২/২০২২ (রাত ৮-০০ টার পর)
👉৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ( শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে) ১৬/০২/২০২২ থেকে ১৭/০২/২০২২ (রাত ৮টা পর্যন্ত)
👉ভর্তি ১৫/০২/২০২২ থেকে ২৪/০২/২০২২
👉ক্লাশ শুরু:- ০২/০৩/২০২২