জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সেবা ঘরে বসে অনলাইনে নিবেন যেভাবে National University all Service in Online
করোনার থাবায় থমকে আছে পুরো বিশ্ব তারই সাথে সাথে বাংলাদেশেও একই চিত্র। করোনার কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিভিন্ন শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যাই। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সুবিধার জন্য যাতে ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের সকল সেবা নিতে পারে সে ব্যাবস্থা করেছেন। এই বিষয়ে জাতীয় বিশ্বদ্যালয়ের ওবেসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে জাতীয় বিশ্বদ্যালয়ের সকল কাজ অনলাইনে করা যাবে। কোন কাজের জন্য জাতীয় বিশ্বদ্যালয়ে/কলেজে যেতে হবে না।
অনলাইনে যে সকল সেবা পাওয়া যাবে:
১। সাময়িক সনদপত্র উত্তোলন।
২। বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড।
৩। বিভিন্ন পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৪। দ্বি-নকল সার্টিফিকেট উত্তোলন।
৫। সার্টিফিকেট সংশোধনের আবেদন।
৬। যে কোন কোর্সের ভর্তি বাতিলের আবেদন।
এছাড়াও আরো বহুধরনের সেবা পাওয়া যাবে।
ছাত্র/ছাত্রীদের পাশাপাশি জাতীয় বিশ্বদ্যালয়ের আওতাভুক্ত সকল কলেজগুলাও তাদের বিভিন্ন কার্যক্রম যা আগে জাতীয় বিশ্বদ্যালয়ে গিয়ে করা লাগত তা এখন থেকে অনলাইনে করতে পারবে।
এই ব্যাবস্থা চালু হওয়াতে একদিকে যেমন করোনা থেকে রক্ষার ঝুকি কমেছে অন্যদিকে সবাই খুব সহজে সেবাগুলা ঘরে বসে পাবে।
বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্বদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব বদরুজ্জামান বলেছেন যে করোনার এই দুর্যোগময় সময়ে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে জাতীয় বিশ্বদ্যালয়ে না এসে সবাই যেন অন-লাইনে সেবা গ্রহণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীরা মোবাইল এ্যাপ এ ডুকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ও অনলাইন লিংকের মাধ্যমে সকল সেবা নিতে পারবে । এবং জাতীয় বিশ্বদ্যালয়ের আওতাভুক্ত সকল কলেজগুলা অনলাইনে নির্দিষ্ট লিংকে ডুকে সকল সেবা নিতে পারবে।
সকল ছাত্র/ছাত্রীরা নিচের লিংকে ক্লিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সেবা গ্রহণ করতে পারবে।
মোবাইল এ্যাপ ও অনলাইনের মাধ্যমে কিভাবে ঘরে বসে সকল সেবা নিবেন তার বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
সেবা গ্রহণকারীদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনাঃ
চাহিদা মোতাবেক আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট/তথ্যাদি প্রদান না করলে আবেদন অসম্পূর্ণ বলে বিবেচিত হবে তথা তাকে সেবা প্রদান করা যাবে না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ অর্থাৎ আবেদনের সর্বশেষ অবস্থা Student Login-এ দেখা যাবে। সার্ভিস সম্পন্ন হলে Student Login এবং SMS এর মাধ্যমে জানানো হবে। সার্ভিস গ্রহণকালে মূল আবেদনপত্র (সংযুক্তিসহ), মূল প্রবেশপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল নম্বরপত্র, মূল সাময়িক/মূল সনদপত্র, NID, পে-স্লিপের মূল কপি সঙ্গে আনতে হবে।
ধর্মান্তরিত হলে বোর্ড কর্তৃক নাম সংশোধনের পত্র এবং এস.এস.সি ও এইচ.এস.সি পাশের সংশোধিত মূল সনদপত্র দেখাতে হবে। সার্ভিস সকাল ৯:০০টা থেকে বিকাল ৪:০০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে সরবরাহ করা হবে। শিক্ষার্থী অন্য কারো মাধ্যমে ডকুমেন্ট সংগ্রহ করতে চাইলে অবশ্যই প্রাধীকারপত্র দিতে হবে। অধ্যক্ষের অগ্রায়ন ছাড়া কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরম www.nu.ac.bd/download-form-instruction.php লিংকে প্রবেশ করলে পাওয়া যাবে।
বিঃ দ্রঃ একাডেমিক রেকর্ড রিকয়েস্ট ফরম পূরণ ও সিল্ড খাম সেবা নিতে আগ্রহীদেরকে আবেদন ও প্রয়োজনীয় সংযুক্তিসহ (১। লিখিত আবেদন পত্রসহ যে সকল সত্যায়নকৃত ডকুমেন্ট সংযুক্ত হবে। ২। একাডেমিক রেকর্ড রিকয়েস্ট ফরম। ৩। সনদপত্র/নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট। ৪। প্রাপকের নাম ও ঠিকানা। ৫। ফি ৮০০/- প্রদানের সোনালী সেবা পে-স্লিপ একাডেমিক রেকর্ড রিকয়েস্ট ফরম প্রতিটির জন্য এবং ২০০/- প্রদানের সোনালী সেবা পে-স্লিপ সিল্ড খাম প্রতিটির জন্য।) বিশ্ববিদ্যালয়ে এসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে জমা দিয়ে সেবা নিতে বলা হলো।
আরো জানুন:– পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন যেভাবে
অনলাইনের মাধ্যমে সাময়িক সনদপত্র/নম্বরপত্র সেবা ছাড়াও আরও বেশ কিছু সেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা বিভাগের নিম্নলিখিত সেবাসমূহ অনলাইনে প্রদান করছে। আপনার সুবিধার্থে নিম্নে তাদের তালিকা প্রদান করা হল।
- সাময়িক সনদপত্র/নম্বরপত্র,
- মূল সনদপত্র,
- মূল সনদপত্র (দ্বি-নকল),
- ট্রান্সক্রিপ্ট (১ম বার),
- ট্রান্সক্রিপ্ট (২য় কপি),
- সাময়িক সনদপত্র/মূল সনদপত্র বাংলা থেকে ইংরেজী অনুবাদকরণ,
- নম্বরপত্র বাংলা থেকে ইংরেজী অনুবাদকরণ,
- প্রবেশপত্র/দ্বি-নকল প্রবেশপত্র বাংলা থেকে ইংরেজী অনুবাদকরণ,
- দ্বি-নকল (সনদপত্র/নম্বরপত্র/প্রবেশপত্র),
- প্রবেশপত্রে কোর্স সংশোধন,
- সত্যায়ন,
- এমফিল এর মূল সনদপত্র,
- পিএইচ.ডি এর মূল সনদপত্র,
- এমফিল/পিএইচ.ডি এর ট্রান্সক্রিপ্ট,
- প্রবেশপত্র, নম্বরপত্র ও সনদপত্রে নাম, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ ও অন্যান্য সংশোধন,
- এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত একাডেমিক ডকুমেন্ট (সনদপত্র/নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট) যাচাইয়ের আবেদন।
ইউটিউবে আমাদের সাথে সংযুক্ত হতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখুন।