How to Apply for New Voter in Bangladesh | নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন যেভাবে
আপনি কি নতুন জাতীয় পরিচয় পত্র চান?
করোনা কালীন সময়ে সারাবিশ্ব যখন থমকে আছে সেই সাথে আটকে আছে বিভিন্ন দফতরের কাজ তাই সবকিছু এখন অনলাইনে চলছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নির্বাচন কমিশন NID কাডের্র সকল সেবা এখন থেকে অনলাইনে দেওয়ার ব্যবস্থা করেছেন। যারা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তারা সংশোধন / ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারবেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন । যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি পান নি, তারা অ্যাকাউন্ট রেজিস্টার করে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করতে পারবেন। তাই এখন আপনি চাইলেই ঘরে বসে NID কার্ড সম্পর্কিত সব কাজ করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি,আপনার বয়স যদি ১০বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে online এ ফরম পূরণ করে আপনার সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজ পত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-
• অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি
• এস.এস.সি সনদ -(বয়স প্রমানের সনদ)
• জন্ম নিবন্ধন -(বয়স প্রমানের সনদ)
• পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমানের সনদ)
• ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমান)
• নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
• বাবা, মা, স্বামী/স্ত্রীর আই.ডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)
আপনার বয়স যদি চলতি বছরের ১জানুয়ারী বা তার পূর্বে ১৮ বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন
আরো জানুন:- ঘরে বসে NID কার্ড সংশোধন করবেন যেভাবে
নতুন ভোটার হওয়ার ধাপসমূহঃ
- ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন
- নিজের পূর্ণনাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পুরণ করুন
- সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউএর মাধ্যমে সকল তথ্য পুনর্বার যাচাই করে নিন
- পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিন
- আপনার প্রদত্ত তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার কার্ড তৈরি হবে
- কার্ডের রশিদ জমা দিয়ে কার্ড সংগ্রহ করুন
প্রয়োজনীয় তথ্যাবলীঃ
- বর্তমানে ফরমের চেহারা এইরূপ (পিডিএফ)। ফরম পূরণের আগে সকল তথ্য সাথে রাখুন ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি জমা দিন
[তিনটি ধাপে (ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা) নিবন্ধন ফরম পূরণ করতে হবে। আংশিক ফরম পূরণ করে তা সংরক্ষণ করে পরবর্তীতে বাকি অংশটুকু পূরণ করার সুবিধা রয়েছে। এর জন্য অন্তত একটি ধাপ সম্পন্ন করতে হবে।]
অনলাইনে আবেদন:-
নতুন ভোটার হিসাবে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে এই লিংকে https://services.nidw.gov.bd/new_voter ক্লিক করতে হবে। তারপর কিছু নির্দেশনা দেখতে পাবেন সেগুলা ভালোমত পড়ে নিবনে। তারপর আমি রাজি ও নিবন্ধন ফরম পূরণ করতে চাই এই লেখাটিতে ক্লিক করবেন। তাপর যে পেইজটি আসবে এটার নিচের দিতে দেখবেন আবেদন করুন এটাতে ক্লিক করবেন। তারপর আপনার নিজের পুরো নাম (ইংরেজিতে), সঠিক জন্ম তারিখ, প্রদত্ত ক্যাপচার কোডগুলা ফিলাপ করে বহাল বাটনে ক্লিক করুন। তারপর আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখান থেকে প্রোফাইল বাটনে ক্লিক করুন। প্রোফাইলে যাওয়ার পর ডান পাশের উপরের দিকে এডিট বাটন পাবেন এটাতে ক্লিক করবেন।
তারপর আপনার সকর ব্যাক্তিগত তথ্য ফিলাপ করে পরবতী বাটনে ক্লিক করুন। তারপর অন্যান্য সকল তথ্য ফিলাপ করে আবারো পরবর্তী বাটনে ক্লিক করুন। পরের ধাপে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকা্নাসমূহ ফিলাপ করে আবারো পরবর্তী বাটনে ক্লিক করুন। আবারো পরবর্তী বাটনে ক্লিক করুন। তারপর সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদনের PDF ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এবার আপনি প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ আপনার এলাকার নির্বাচন অফিসে গিয়ে আপনার আবেদনটা জমা দিন।
নতুন ভোটার হওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তা জানতে নিচের ভিডিওটি দেখুন
NID কার্ড সম্পর্কে যে কোন তথ্য জানার জন্য আমাদের Facebook Group এ জয়েন করুন:
https://www.facebook.com/groups/nidcard