বিদেশে উচ্চ-শিক্ষালাভের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic transcript from National University) প্রয়োজন হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং ট্রান্সক্রিপ্ট আবেদন করতে কি কি লাগবে এই সম্পর্কে A টু Z এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
- ১। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদন পত্র (নির্ধারিত ফরমে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবিসহ)।
- ২। রেজিস্ট্রেশন কার্ড।
- ৩। প্রত্যেক বর্ষের প্রবেশপত্র।
- ৪। নম্বরপত্র।
- ৫। প্রভিশনাল সনদপত্র।
- ৬। এইচ এস সি সনদ পত্র।
- বি:দ্র: উপরে উল্লেখিত সকল কাগজপত্র স্ক্যান করে PDF আকারে আপলোড করতে হবে। ফাইলের সাইজ অবশ্যই 3mb এর নিচে হতে হবে।
অনলাইনে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (http://services.nu.edu.bd/nu-app/) লিংকে যেতে হবে।
তারপর প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে Student Registration সম্পন্ন করতে হবে। Student Service এ লগ-ইন করার পর Examination Services থেকে Transcript এ ক্লিক করে আবেদন শুরু করতে হবে। আবেদন শেষে Payslip ডাউনলোড করে যে কোন সোনালী ব্যাংকের শাখাতে নির্ধারিত ফি ৭০০ টাকা জমা দিতে হবে। তারপর যে সময় আপনার ট্রান্সক্রিপ্ট রেডি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওযার স্টপ সার্ভিস পয়েন্ট থেকে গিয়ে আপনার ট্রান্সক্রিপটি নিয়ে আসতে পারবেন।
এখনো যারা বুজেন নাই তারা নিচের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওতে আরো বিস্তারিত তথ্য দেওয়া আছে।
ইউটিউবে আমাদের সাথে সংযুক্ত হতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখুন।